Site icon Jamuna Television

বান্ধবীকে নিয়ে ঘুরতে আসা প্রেমিককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা গ্রামবাসীর

গণপিটিুনিতে নিহত যুবক অভীক। ছবি: সংগৃহীত।

বার ডান্সার বান্ধবীকে নিয়ে মধ্যরাতের পর মোটরসাইকেলে করে বেড়াতে গিয়েছিলেন যুবক। তবে চোর ভেবে গ্রামবাসীর গণপিটুনিতে সেখানেই মুত্যু হয়েছে যুবকের। সম্প্রতি এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। তবে ওই তরুণীর মায়ের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, অভীক মুখোপাধ্যায় (৩৫) নামের এই যুবক বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা নাগাদ মোটরসাইকেলযোগে বান্ধবী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। সেখানেই রাতের অন্ধকারে গ্রামবাসীরা তাদের দেখতে পেয়ে চোর সন্দেহে গণধোলাই দেন অভীককে। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন তিনি।

পরে খবর পেয়ে পুলিশ আসলেও পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে গ্রামবাসী। তাদের ভাষ্য ছিল, চোরকে বাঁচাতে এসেছে পুলিশ। প্রিয়াঙ্কা স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে বসে ছিল বলেও দাবি করে তারা।

পুলিশ জানায়, রাত ২টার পর অভীককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রিয়াঙ্কার মায়ের দাবি, এই তরুণী মানসিকভাবে সুস্থ নন। এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ।

এসজেড/

Exit mobile version