Site icon Jamuna Television

অভিষেক ম্যাচেই সাকিবুলের ট্রিপল সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ভারতের সাকিবুল গনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

মিজোরামের বিপক্ষে বিহারের হয়ে ৩৮৭ বলে ৩০০ রান স্পর্শ করেছেন এই ব্যাটার। যার মধ্যে ২০০ রান এসেছে বাউন্ডারি থেকে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট না খেলায় আইপিএলের নিলামে নাম তুলতে পারেননি ১৯ বছর বয়সী এই ব্যাটার।

এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ভারতের অজয় রোহেরা। হায়দ্রাবাদের বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে করেছিলেন ২৬৭ রান।

Exit mobile version