Site icon Jamuna Television

অ্যান্ড্রয়েডের তিনশো ত্রুটি চিহ্নিত করে ৬৫ কোটি রুপি জিতলেন ভারতীয় যুবক

পুরস্কার পাওয়া যুবক আমান পান্ডে। ছবি: সংগৃহীত।

গুগলের অ্যান্ড্রয়েডের মোট ২৮০টি ভুর চিহ্নি করে ৬৫ কোটি রুপি পুরস্কার জিতে নিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের ভোপালের যুবক আমান পান্ডে। গত বছর অনুষ্ঠিত গুগলের ‘ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ৩০০টি ভুল ধরিয়ে দিয়ে এই পুরস্কার জিতে নেন তিনি। মূলত, ২০১৯ সাল থেকেই অ্যান্ড্রয়েডের ভুল চিহ্নিত করা শুরু করেন আমান। খবর আনন্দবাজার পত্রিকার।

আমান বাগসমিরর নামে একটি সংস্থার সিইও হিসেবে কাজ করছেন। ভোপাল এনআইটি থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশনস, জাভা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন আমান। সাইবার নিরাপত্তা নিয়ে অনেক দিক ধরেই কাজ করছেন তিনি। পাশাপাশি অ্যান্ড্রয়েডের কোথায় কোথায় ত্রুটি রয়েছে যা ভেদ করে সহজেই হ্যাকাররা শিকার বানাতে পারবে, সেটি নিয়েও গবেষণা করছেন আমান।

মূলত, অ্যাপল, মাইক্রোসফট, গুগলের মতো বড় বড় সংস্থাগুলি তাদের সফটওয়্যারের ত্রুটি খুঁজে দেওয়ার জন্য পুরস্কার দিয়ে থাকে। সেই পুরস্কারের নাম ‘বাগস বাউন্টি’। এর আগেও অনেকে এমন ত্রুটি খুঁজে বার করে পুরস্কৃত হয়েছেন।

এসজেড/

Exit mobile version