Site icon Jamuna Television

বিপর্যয়ে কুমিল্লা, ম্যাচে ফিরেছে বরিশাল

নারিনের ঝড়ের পর বিপর্যয়ে কুমিল্লা। ছবি: সংগৃহীত

বিপিএলের ফাইনালে সুনিল নারিনের ঝড়ো ব্যাটিংয়ের পর ম্যাচে ফিরেছে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডল অর্ডারকে দ্রুত সাজঘরে ফিরিয়ে দিয়ে পাওয়ার প্লেতে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কাকে মিথ্যা প্রমাণিত করেছে সাকিব আল হাসানের দল।

আজ (১৮ ফেব্রুয়ারি) শিরোপা জয়ের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরু থেকেই চার-ছয়ের ঝড় তুলে ২৩ বলে ৫৭ রান করেছেন সুনিল নারিন। কিন্তু তার বিদায়ের পর ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস, মাহমুদুল জয়রা দ্রুত প্যাভিলিয়নে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত কুমিল্লার রান ছিল ১৪ ওভারে ৬ উইকেটে ১০৯ রান। মুজিব উর রেহমান নেন ২৭ রানে ২ উইকেট। এছাড়া সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো ও মেহেদি হাসান রানা নিয়েছেন ১টি উইকেট। উইকেটে এখন কুমিল্লার বড় সংগ্রহ গড়ার একমাত্র ভরসা হিসেবে আছেন মঈন আলী।

আরও পড়ুন: থেমেছে নারিন-ঝড়

Exit mobile version