Site icon Jamuna Television

খুলনায় পুকুর থেকে জমজ শিশু কন্যার ভাসমান লাশ উদ্ধার

খুলনা ব্যুরো:

খুলনায় পুকুর থেকে মনি ও মুক্তা নামে আড়াই মাসের দুই জমজ শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেরখাদা উপজেলার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে কণা সন্তান প্রসবের আগে পাশ্ববর্তী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের শ্বশুর বাড়ি থেকে এসে পিতার বাড়িতে থাকতেন। আড়াই মাস আগে মনি ও মুক্তা নামে কণার দুটি জমজ শিশু জন্ম নেয়। কণার স্বামী মাসুম বিল্লাহ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তিনি মাঝেমধ্যে শ্বশুর বাড়িতে এসে থাকতেন। তবে, বৃহস্পতিবার রাতে তিনি গাংনীতে ছিলেন। ঐদিন রাতে কণা রাতের খাবার খেয়ে দুই শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে, রাত সাড়ে ৩টার দিকে তিনি দেখেন তার পাশে শিশু দুটি নেই। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পার্শ্ববর্তী পুকুরে শিশু দুটির ভাসমান লাশ দেখতে পান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত জমজ শিশু দুটির মা, বাবা, নানা ও নানিকে আটক করেছে।

জেডআই/

Exit mobile version