Site icon Jamuna Television

শূন্য রানেই আউট বিপিএলের আবিষ্কার মুনিম শাহরিয়ার

ইনফর্ম মুনিম শাহরিয়ারের উইকেট নিয়ে শহিদুলের উল্লাস।

এবারের বিপিএলের অন্যতম সেরা আবিষ্কার মুনিম শাহরিয়ার আউট হয়ে গেছেন শূন্য রানে। পুরো আসরজুড়ে দারুণ ব্যাট করা ফরচুন বরিশালের এই মারকুটে ওপেনার ৭ বলে কোনো রান করতে না পেরে আউট হয়েছেন শহিদুল ইসলামের বলে।

বিপিএল ফাইনালে ১৫২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেই হোঁচট খায় সাকিব আল হাসানের দল। এর আগে, সুনিল নারিনের ঝড়ো ইনিংসের পর মঈন আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ক্রিস গেইলের সাথে উদ্বোধনী জুটিতে ইউনিভার্স বসকে দর্শক বানিয়ে ফেলেছিলেন মুনিম শাহরিয়ার। তবে যে ম্যাচে জ্বলে ওঠা সবচেয়ে জরুরি ছিল, সেই ম্যাচেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন এই ডানহাতি মারকুটে ব্যাটার। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ছিল ৩.২ ওভারে ১ উইকেটে ২৭ রান।

আরও পড়ুন: শিরোপা জয়ের জন্য বরিশালের টার্গেট ১৫২ রান

Exit mobile version