Site icon Jamuna Television

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহিদ জোহা দিবস পালিত

নানা কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহিদ জোহা দিবস।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সিনেট ভবনে আয়োজন করা হয় আলোচনাসভা, মোমবাতি প্রজ্বলন ও মিলাদ মাহফিল। আলোচনায় বক্তারা দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের দাবি জানান।

৬৯ এর গণঅভ্যুত্থান চলাকালে এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের বাঁচাতে পাকিস্তানি বাহিনীর অস্ত্রের সামনে দাঁড়িয়েছিলেন অধ্যাপক ড. শামসুজ্জোহা। পরে তাকে গুলি ও বেয়নেট চার্জ করে হত্যা করা হয়।

/এডব্লিউ

Exit mobile version