Site icon Jamuna Television

মঙ্গল শোভাযাত্রায় মানুষের বন্দনা

আজ পহেলা বৈশাখ, শুরু হলো আরেকটি নতুন বছর। বর্নীল রঙ আর বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রায় নতুন বছরকে বরণ করে নিলো গোটা জাতি। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগানে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

শাহবাগ ঘুরে আবার টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পেঁচা, বাঘসহ কয়েকশ শিল্পকর্ম ছিলো এবারের মঙ্গল শোভাযাত্রায়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই মঙ্গলশোভাযাত্রায় যোগ দিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন হাজারো মানুষ।

মানুষের ঢলে ঘুঁচে গেছে ধর্ম-বর্ন- শ্রেণি বিভেদ। বাঙালির প্রাণের আয়োজন হয়ে ওঠে সার্বজনীন উৎসবে। শোভাযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলা নতুন বছর হবে অসাম্প্রদায়িকতা ও সৌহার্দ্যের বছর। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, নতুন বছরে নতুন সম্ভাবনার দেশ হবে বাংলাদেশ।

Exit mobile version