Site icon Jamuna Television

ব্যতিক্রমী পদ্ধতিতে বিয়ে হচ্ছে ফারহান-শিবানীর

ছবি: সংগৃহীত।

বলিউড তারকাদের বিয়ে মানেই চোখ ধাঁধানো সব আয়োজন ও রাজসিক ব্যবস্থাপনা। তবে সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের দুই তারকা ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ফারহান-শিবানীর। যেখানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন এই তারকা জুটি। খবর আনন্দবাজারের।

জানা গেছে, করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে সারা হবে বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুই পক্ষের পরিবার ছাড়াও উপস্থিত থাকবেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী ও ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। অতিথিদের আদর-আপ্যায়নে ত্রুটি রাখছেন না বর-কনে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য বিলাসবহুল বাংলোর ব্যবস্থা করা হয়েছে। যেখানে সুইমিং পুল এবং অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

পোশাক-আশাকের ক্ষেত্রেও বলিউডি জাঁকজমক থাকছে না এই অনুষ্ঠানে। জানা গেছে, অতিথিদের সাদা বা প্যাস্টেলের মতো হালকা রঙের পোশাক পরতে অনুরোধ জানিয়েছেন ফারহান-শিবানী। তারাও সাজবেন সাধারণভাবে।

জেডআই/

Exit mobile version