Site icon Jamuna Television

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয়ে বিপিএল কুমিল্লার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উদযাপন।

শ্বাসরুদ্ধকর ফাইনালে ১ রানের ব্যবধানে ফরচুন বরিশালকে হারিয়ে তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শহিদুলের করা শেষ ওভারে জয়ের জন্য ফরচুন বরিশালের দরকার ছিল ১০ রান। তৌহিদ হৃদয় ও মুজিব উর রেহমান নিতে পারেন ৮ রান।

এর আগে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পুরো আসরজুড়ে দারুণ পারফর্ম করা ফরচুন বরিশালের মারকুটে ওপেনার মুনিম শাহরিয়ার ৭ বলে কোনো রান করতে না পেরে আউট হয়েছেন শহিদুল ইসলামের বলে। তবে বরিশাল এই ধাক্কা সামলে উঠে সৈকত আলীর মারমুখী ব্যাটিংয়ে। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন সৈকত। আর এই পুরো সময়টাতে সৈকত আলীকে সঙ্গ দিয়ে গেছেন ক্রিস গেইল।

৩৪ বলে ৫৮ রান করা সৈকত আলী ফিরেছেন তানভির ইসলামের বলে। সৈকতের বিদায়ের পরই হাতখুলে ব্যাট করেন গেইল। ৩১ বলে ৩৩ রান করার পর সুনিল নারিনের বলে এলবিডব্লিউ হয়েছেন ইউনিভার্স বস।

সৈকত আলি ও ক্রিস গেইল সাজঘরে ফিরে গেলেও তার আগে জয়ের ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তবে সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ফরচুন বরিশালের বিপিএল শিরোপার স্বপ্নে আঘাত লেগেছে সাকিব আল হাসানের উইকেটে। তানভির ইসলামের বলে মোস্তাফিজের দারুণ ক্যাচে মাত্র ৭ রান করেই সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান। এরপর টানা তিন ওভারে নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো ও নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফিরে গেলে ম্যাচে দারুণভাবে ফিরে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর টানা দারুণ বোলিংয়ে জয় ছিনিয়ে নেয় ইমরুল কায়েসের দল। ব্যাটিংয়ের পর বল হাতেও ম্যাচ জয়ী পারফর্ম করেন সুনিল নারিন। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচায় এই ক্যারিবিয়ান অলরাউন্ডার নেন দুইটি উইকেট।

এর আগে, সুনিল নারিনের ২৩ বলে ৫৭ রানে টর্নেডো ইনিংসের পর মঈন আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের লক্ষ্য দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Exit mobile version