Site icon Jamuna Television

নারিনের ব্যাট- বলের কাছেই হারলো সাকিবের বরিশাল

ম্যান অব দ্য ফাইনাল সুনিল নারিন। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে যখন শাসন করছিলেন, বরিশালের কাছ থেকে ম্যাচের লাগাম ছিনিয়ে এনেছিলেন অনেকটাই। তারপর বল হাতে ও ম্যাচ জয়ী পারফর্ম করেন সুনিল নারিন। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচায় এই ক্যারিবিয়ান অলরাউন্ডার নেন দুইটি উইকেট।

তবে এরপর সব নাটক যেন জমে ছিল শেষ ওভারের জন্য। খেলা গড়ালো শেষ বল পর্যন্ত। রুদ্ধশ্বাস ম্যাচের পর অবশেষে হাসি ফুটলো কুমিল্লার মুখে। ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর আগে ব্যাট হাতে কুমিল্লাকে আজও দারুন শুরু এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন। একপ্রান্তে নারিন ঝড় তুললেও অপর প্রান্তে সফল হতে পারেননি লিটন দাস। মাত্র ৪ রান করে সাকিবের শিকার হয়ে ফেরেন তিনি। আর টানা দ্বিতীয় অর্ধশতক হাঁকিয়ে ৫৭ রান করে আউট হন সুনিল নারিন। দলীয় ৬৯ রানের মধ্যে ৫৭ রানই ছিল নারিনের। ৫টি করে চার ও ছয়ে মাঠে ঝড় বইয়ে দেয়া নারিন বল হাতে তুলে নেন ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোর উইকেট। মূলত, সংক্ষিপ্ততম ফরম্যাটে ২৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের সাথে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করা নারিনই কুমিল্লার জন্য জিতেছেন বিপিএল ফাইনাল।

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয়ে বিপিএল কুমিল্লার

Exit mobile version