Site icon Jamuna Television

‘টুর্নামেন্ট সেরার পুরস্কারের চেয়ে বিপিএলের ট্রফি জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ’

বিপিএল ফাইনালের পর সাকিব আল হাসান।

শিরোপা হাতছাড়া হওয়ায় হতাশ ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।। বললেন, টুর্নামেন্ট সেরার পুরস্কারের চেয়ে বিপিএলের ট্রফি জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ।

শ্বাসরুদ্ধকর ফাইনালে ১ রানের ব্যবধানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বিপিএলের শিরোপা হারিয়ে সাকিব বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। দুই দলই ভালো খেলেছে। তবে যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে কুমিল্লা। তবে অনেক ভালো দিকই আছে। আশা করি, সেসব দিককে কাজে লাগিয়ে আগামী বছর আমরা ভালো করবো। টুর্নামেন্ট সেরা পুরস্কারের চেয়ে শিরোপা জিততে পারলেই বেশি ভালো লাগতো।

আরও পড়ুন: ফাইনালের আগে বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন সাকিব!

সাকিব আরও বলেন, দলের বোলিং সব ম্যাচেই ভালো ছিল। আজকের ফাইনালও তার ব্যতিক্রম নয়। দলের টিম ওয়ার্ক নিয়েও সন্তুষ্টির কথা জানান দেশসেরা এই অলরাউন্ডার।

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয়ে বিপিএল কুমিল্লার

Exit mobile version