Site icon Jamuna Television

দিনাজপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিশোর প্রেমিকের আত্মহত্যা

হিলি প্রতিনিধি:

প্রেমিকার উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে রনি বাবু (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত রনি বাবু উপজেলার পুটিমারা ইউনিয়নের বজরুক হরিনা গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ওই কিশোরের নিজ ঘর হতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত রনি বাবুর সাথে পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরী মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। বয়স কম হওয়ায় ওই প্রেমিক-প্রেমিকার বিয়েতে তাদের পরিবার সম্মতি দিচ্ছিল না। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন রনি। এ কারণে অভিমান করে বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে চলে যায় সে। পরে তার ফেসবুক আইডিতে লিখেন ‘আমার প্রিয় বন্ধুরা সবাইকে বিদায়। ওরে আর হবে না দেখারে, বন্ধু আর হবে না দেখা।’ এমন স্ট্যাটাস লিখে তার ঘরের তীরের সাথে পুরাতন শাড়ি কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় রনির পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

জেডআই/

Exit mobile version