Site icon Jamuna Television

ম্যাচ শেষে যা বললেন ফাইনাল খেলা দুই ফ্র্যাঞ্চাইজির মালিক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল ও ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান

তৃতীয়বারের মত বিপিএল শিরোপা জিততে পেরে দারুণ খুশি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চেয়ারপারসন নাফিসা কামাল। এদিকে হেরে গেলেও পরের আসরে আরও শক্তভাবে ফিরে আসার আশ্বাস দিয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের মধ্যে। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ১ রানে ফরচুন বরিশালকে হারিয়ে ৩য় বারের মতো বিপিএল শিরোপা নিজেদের করে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ানস। এমন ফাইনাল ম্যাচে জয়ের পর দলের খেলোয়াড়দের মতো একই মাত্রায় উচ্ছ্বসিত দলটির ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপার্সন নাফিসা কামাল বলেন, তৃতীয়বারের মতো শিরোপা জিততে পেরে খুবই ভাল লাগছে। আমাদের খেলোয়াড়দের ওপর আমার আস্থা ছিল, তারা আস্থার প্রতিদান দিয়েছে। টুর্নামেন্টের অভিজ্ঞতা যতোটা কঠিন ছিলো, এখন ততটাই ভাল লাগছে।

এদিকে, ফাইনাল হারলেও পরের মৌসুমে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, প্লেয়াররা সর্বোচ্চ চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। ক্রিকেট নিয়ে সামনে আমাদের আরও পরিকল্পনা আছে। আমরা প্লেয়ার হান্টিংয়ে যাবো, বিভাগীয় বা জেলা পর্যায়েও প্লেয়ার হান্টিংয়ের পরিকল্পনা আছে আমাদের। আমরা স্কুল পর্যায়েও প্লেয়ার হান্ট শুরু করবো বলে পরিকল্পনা আছে। এমনকি বরিশালে ওয়ার্ড পর্যায় থেকেও খেলোয়াড় বের করার পরিকল্পনা আমাদের।

/এসএইচ


Exit mobile version