Site icon Jamuna Television

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ

ছবি: সংগৃহীত

তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তরাঞ্চল। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) একাধিক প্রতিবেদনে শীর্ষ ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ১২২ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আঘাত হানে এই আটলান্টিক ঝড়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এরমধ্যে শুধু ব্রিটেনেই ২ লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের পূর্বাভাবের পরই বন্ধ ঘোষণা করা হয় দেশটির সব স্কুল। ওয়েলসে বাতিল করা হয়েছে ট্রেনের শিডিউল। পাশাপাশি হিথ্রো বিমানবন্দরে জারি আছে সতর্কতা, বাতিল করা হয়েছে ৬৫টি ফ্লাইট।

এছাড়াও ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও জার্মানি এবং নেদাল্যান্ডসে ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছ; ফলে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল।


/এসএইচ

Exit mobile version