Site icon Jamuna Television

পারমাণবিক মহড়ার আয়োজন করছে রাশিয়া

চলমান পরিস্থিতিতেই পারমাণবিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া

ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় ধরনের পারমাণবিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। খবর আলজাজিরার।

এ মহড়ায় একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুশীলন করা হবে বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এ সামরিক মহড়া তদারকি করবেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার থেকে এই মহড়া তত্বাবধায়ন করবেন পুতিন।

আল জাজিরা আরও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স এ মহড়া পরিচালনা ও তত্ত্বাবধান করবে। সেনা, বিমান এবং কৃষ্ণসাগরে মোতায়েন করা নৌবহরের সমন্বয়ে মহড়া অনুষ্ঠিত হবে।

/এসএইচ

Exit mobile version