Site icon Jamuna Television

বিপিএল জয়ের পর কুমিল্লা এখন উল্লাস নগরী

তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা জয়ের মুহূর্তে উল্লাসে মেতে ওঠে কুমিল্লা

তৃতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয়ের পর উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। জয় নিশ্চিত হবার সাথে সাথে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিলে মেতে ওঠেন আপামর শহরবাসী ও কুমিল্লার সমর্থকরা।

জানা গেছে, বিপিএলের ফাইনালকে ঘিরে আগে থেকেই প্রস্তুত ছিলো গোটা কুমিল্লা শহর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রজেক্টরে ফাইনাল উপভোগ করেন দর্শকরা। ম্যাচ জেতার পরপরই রাতে নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে আনন্দ মিছিল নিয়ে বের হয় সমর্থকরা।

এছাড়াও, টমটম ব্রিজ, সালাউদ্দিন মোড়, রানির বাজার, ভিক্টোরিয়া সরকারি কলেজ, রেসকোর্স, পুলিশ লাইন, চকবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাক, মোটরসাইকেল ও হেঁটে ব্যান্ড পার্টি নিয়ে নেচে গেয়ে আনন্দ ও মিছিল করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩য় শিরোপা জয় উদযাপন করেন সব বয়সী মানুষ। আর শিরোপা জয়ের মুহূর্তে কুমিল্লা পরিণত হয় উল্লাস নগরীতে।

/এসএইচ

Exit mobile version