
ছবি: সংগৃহীত
জনগণের সেবক যাদের হওয়ার কথা তাদের শাসক হতে দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) ‘প্রবাসীদের সংকট উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় রেজা কিবরিয়া আরও বলেন, যেই মানুষগুলো হালাল পয়সা উপার্জন করেনি, তারা বিভিন্ন কথা ছড়াচ্ছে। তারা আমার নামে বদনাম ছড়াচ্ছে। দেশের মানুষের ভোট তাদের দরকার নেই; প্রবাসীদের ভোট, আমাদের ভোটের দরকার নেই। পুলিশের ভোটের দরকার এদের। আমাদের রিজার্ভের দুই-তৃতীয়াংশ আসে প্রবাসীদের থেকে। প্রবাসীদের কেমন সম্মান দেয়া হয় তা আমরা জানি। কাদের লাগেজ চেক করা হয় হয়রানি করা হয়। জনগণের সরকার দরকার। জনগণের সরকার না হলে প্রবাসীদের মূল্যায়ন সম্ভব নয়।
অনুষ্ঠানটিতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, করোনার সময় প্রবাসীদের জন্যই রেমিট্যান্স দাঁড়িয়েছিল। প্রবাসীদের দাবি আদায়ের পাশাপাশি দালালের দৌরাত্ম্য বন্ধ করা উচিত, যাতে অল্প খরচে প্রবাসীরা বিদেশে যেতে পারে। এমপিরা যখন মানবপাচারের জন্য দেশের বাইরে আটক হয়, তখন এটা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করে। সরকারের সবাইকে প্রবাসীদের জন্য আন্তরিক হওয়ার আহ্বান জানাই।
আরও পড়ুন: সরকার গর্ব করলেও ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে আমরা লজ্জিত: কিরণ



Leave a reply