বেড়েই চলেছে আর্জন্টিনার দাবানলের তীব্রতা। এ পর্যন্ত পুড়ে গেছে উত্তর-পূর্বাঞ্চলীয় ৮ লাখ হেক্টর বনভূমি। যা ওই অঞ্চলের মোট ৯ শতাংশ। খবর রয়টার্সের।
শুষ্ক আবহাওয়া আর বাতাসের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। ভয়াবহ বিপর্যয়ের মুখে বন্যপ্রাণীকূল। তীব্র ধোঁয়ায় এরই মধ্যে মারা গেছে বহু প্রাণী। আগুনে দগ্ধ হয়েও মৃত্যু হয়েছে অনেক প্রাণীর। আগুন থেকে বাঁচতে এলোপাতাড়ি ছোটাছুটি করতে দেখা গেছে প্রাণীদের।
দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকশ’ কর্মী রীতিমতো লড়াই করছেন। হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি। ভারী বৃষ্টি ছাড়া আগুন নিয়ন্ত্রণ অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসজেড/

