Site icon Jamuna Television

ইন্টারনেটে বাংলা ভাষায় কনটেন্টের ঘাটতি রয়েছে: মোস্তাফা জব্বার

ইন্টারনেটে বাংলা ভাষায় কনটেন্টের প্রচুর ঘাটতি আছে। মেধাসম্পদকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে না পারলে এই সংকটের সমাধান হবে না। এমন মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও গুণগত কন্টেন্ট তৈরির তাগিদ দেন তিনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মোবাইল ফোন অপারেটর রবির প্রধান কার্যালয়ে ‘প্রযুক্তিতে বাংলা ভাষা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এসময় প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও বৃদ্ধি করার আহ্বানও জানান টেলিযোগাযোগ মন্ত্রী।

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর দিকে থেকে বাংলা ভাষা সপ্তম অবস্থানে আছে জানিয়ে মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি ভাষায় বিকৃত বাংলা লেখার অভ্যাস পরিত্যাগ করারও আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, শুধুমাত্র বাংলা ভাষাকে নয় বাংলা বর্ণমালাকেও বিশ্বের কাছে পরিচিত করা জরুরি।

/এডব্লিউ

Exit mobile version