বিলাসবহুল গাড়ি বহনকারী কার্গো জাহাজে আগুন

|

ছবি: সংগৃহীত।

প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি বহনকারী একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দ্য ফেলিসিটি এইস নামের জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ডেভিসভিলে বন্দরে যাচ্ছিল। যাত্রাপথে পর্তুগালের আজোরেস দ্বীপের কাছে জাহাজটিতে আগুন লাগে।

২৪ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালানোর পরও আগুন পুরোপরি নিয়ন্ত্রণেন আনা যায়নি বলে জানায় পর্তুগিজ নৌবাহিনী। তবে জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় একটি হোটেলে রাখা হয়েছে। তবে পুড়ে গেছে বেশিরভাগ গাড়িই।

এনিয়ে পোরশে কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে তাদের প্রায় ১ হাজার গাড়ি ছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply