Site icon Jamuna Television

হ্যালান্ডকে দলে ভেড়াতে চূড়ান্ত অফার দিচ্ছে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

বরুশিয়া ডর্টমুন্ডের তারকা স্ট্রাইকার আর্লিং হ্যালান্ডকে দলে ভেড়াতে চূড়ান্ত অফার দেয়ার প্রস্তুতি নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)) এই ২১ বছর বয়সী নরওয়েজিয়ানকে দলে ভেড়াতে মোনাকোয় হ্যালান্ডের এজেন্ট মিনো রাইওলার সাথে সভাও করেছে মাদ্রিদ কর্তৃপক্ষ।

বরুশিয়ার ডর্টমুন্ডের গোলমেশিনকে আর্লিং হ্যালান্ডকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং বার্সেলোনা। হ্যারি কেইনকে দলে আনতে ব্যর্থ হওয়া ম্যান সিটি আর্লিং হ্যালান্ডকে ইতিহাদে আনার ব্যাপারে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ডেইলি মেইল। এছাড়া বার্সেলোনা কোচ জাভি জার্নান্দেজও এই স্ট্রাইকারকে দলে আনার ব্যাপারে বেশ বড়সড় একটি প্যাকেজ প্রস্তুত করছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো।

কিন্তু মার্কা’সহ আরও একাধিক স্প্যানিশ গণমাধ্যম বলছে, মোনাকোতে হওয়া সভাটিতে অনেক দূর এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। দুই বছর আগে সালসবুর্গ থেকে বরুশিয়া ডর্টমুন্ডে এসে ৭৯ ম্যাচে ৮০ গোল করেছেন হ্যালান্ড। ডর্টমুন্ড থেকে তার কাট প্রাইস রিলিস ক্লস নির্ধারণ করা ছিল ৬৮ মিলিয়ন ইউরো।

আরও পড়ুন: এমবাপ্পে ও হ্যালান্ড দুজনই মাদ্রিদে যাবেন: তেবাস

Exit mobile version