‘ভবন তৈরিতে সিটি কর্পোরেশনের অনুমোদন যুক্ত হলে ভোগান্তি বাড়বে’

|

অবকাঠামো নির্মাণে এখন থেকে রাজউকের পাশাপাশি সিটি কর্পোরেশনেরও অনুমোদন নিতে হবে। এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এর ফলে যে কোনো ধরনের ভবন নির্মাণে ভোগান্তি বাড়বে বলেও মনে করে সংগঠনটি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন বলেন, ভবন নির্মাণে এখনই বিভিন্ন সংস্থার অনুমোদন নিতে হচ্ছে। এর সাথে সিটি কর্পোরেশন যুক্ত হলে জটিলতা আরও বাড়বে। দুই সংস্থার সমন্বহীনতার শিকার হয়ে আবাসন নির্মাণ কার্যক্রম চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ব্যয়ও বৃদ্ধি পাবে কয়েকগুণ।

রিহ্যাব সভাপতি বলেন, অনুমোদনের সাথে তদারকির বিষয়টিও জড়িত। যা সিটি কর্পোরশেনর বর্তমান জনবল দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। তাই সিটি কর্পোরেশনের এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন রিহ্যাব নেতারা। না হলে এখাতে নতুন করে আর কেউ বিনিয়োগ আসবে বলেও মনে করেন তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply