গাজীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার থেকে ২৪ কেজি গাঁজাসহ মো. জামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১। শুক্রবার রাতে জৈনাবাজার নয়েছ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে ২৪ কেজি গাঁজাসহ আটক করে। আটক জামাল উদ্দিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঝালবাজার গ্ৰামের ছলিম উদ্দিন শেখের ছেলে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে র‍্যাব জানতে পারে জৈনাবাজার নয়েছ টাওয়ারের সামনে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এই খবরের ভিত্তিতে কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মো. জামাল উদ্দিনকে ২৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করারা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply