Site icon Jamuna Television

অবসর নিলেও কাতার বিশ্বকাপে যাচ্ছেন আগুয়েরো

ছবি: সংগৃহীত

অবসর নিলেও আর্জেন্টিনা দলের সাথে কাতার বিশ্বকাপে যাচ্ছেন সার্জিও আগুয়েরো। খেলোয়াড় হিসেবে না গেলেও দলের কোচিং স্টাফ হিসেবে যাওয়ার কথা বেশ জোর দিয়েই বলেছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি ফুটবলার আগুয়েরো।

নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না এলেও এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আগুয়েরো। খুব শিগগিরই এ ব্যাপারে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সাথে বসার কথা রয়েছে তার। সব কিছু ঠিক থাকলে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোনো একটি দায়িত্বে দেখা যাবে আগুয়েরোকে।

রেডিও টেনকে দেয়া সাক্ষাৎকারে সার্জিও আগুয়েরো বলেন, কাতার বিশ্বকাপে যাচ্ছি আমি। এ সপ্তাহেই বিষয়টি নিয়ে কোচের সাথে বসবো। আমি বিশ্বকাপে যেতে চাই। আমার পরিকল্পনা হচ্ছে, কোচিং স্টাফ হিসেবে দলকে কিছু দেয়ার চেষ্টা করবো।

হৃদযন্ত্রের জটিলতার কারণে ৩৩ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখতে বাধ্য হন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। লা লিগায় বার্সার হয়ে আলাভেসের বিপক্ষে খেলতে নেমে বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। ডাক্তারি পরীক্ষার পর অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা দেখা যায় তার। তারপর বার্সেলোনা জানায়, আগুয়েরো আক্রান্ত হয়েছেন অ্যারিথমিয়ায়; আর এই রোগে হৃদস্পন্দন অনিয়মিতভাবে হয় বলে পেশাদার ফুটবলের ধকল নেয়া বেশ কষ্টকরই হতো এই আর্জেন্টাইনের। তারপর থেকে নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এই তারকা ফরোয়ার্ড। চিকিৎসকরাই তাকে পেশাদার ফুটবল থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: হ্যালান্ডকে দলে ভেড়াতে চূড়ান্ত অফার দিচ্ছে রিয়াল মাদ্রিদ

Exit mobile version