Site icon Jamuna Television

জয়পুরহাটে ভুয়া এসআই উত্তম কুমার পুলিশের হাতে আটক

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় উত্তম কুমার ঘোষ (৪০) নামে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। আটককৃত উত্তম কুমার জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোডের মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আলমগীর জাহান জানান, উত্তম কুমার অনেক আগে থেকেই ভুয়া পুলিশের পরিচয় দিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করে আসছিল।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পাঁচবিবি থেকে আসা একটি গড়িতে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজনের কাছে মাদক আছে বলে তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। পরে, সেখান থেকেই একজন গোপনে পুলিশকে ফোন দিলে সাথে সাথেই গিয়ে তাকে আটক করা হয়। তার নামে আরও একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ

আরও পড়ুন: আশুগঞ্জে এক মামলায় পুলিশের দুই রকম প্রতিবেদন দাখিল আদালতে

জেডআই/

Exit mobile version