
ছবি: সংগৃহীত
বলিউড তারকাদের বিয়ে মানেই চোখ ধাঁধানো সব আয়োজন ও রাজসিক ব্যবস্থাপনা। তবে সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে বিয়ে করলেন বলিউডের দুই তারকা ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। খান্ডালায় ফারহানের খামারবাড়িতে ঘরোয়া আয়োজনে এ বিয়েতে এসেছিলেন বর-কনের কাছের বন্ধু ও স্বজনেরা। সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল সীমিত। ঘরোয়া এই বিয়ের পরে ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহুর বাড়িতে হবে তাদের আইনি বিয়ে।
করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুই পক্ষের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন হৃতিক রোশন। অনুষ্ঠানের মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। অতিথিদের আদর-আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি বর-কনে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য বিলাসবহুল বাংলোর ব্যবস্থা করা হয়েছে।
ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটকে নিয়ে ‘জি লে জারা’ নামের একটি ছবি শুরু করতে যাচ্ছেন ফারহান। মার্চের শেষে ছবির শুটিং শুরু হবে। এর আগে বিয়ের কাজটা সেরে ফেললেন এই অভিনেতা।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই দম্পত্তি। অবশেষে পূর্ণতা পেল তাদের প্রেমের গল্প। এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানির সাথে ১৭ বছর দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছেন ‘দিল চাহতা হ্যায়’ পরিচালক।
/এনএএস



Leave a reply