
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের পোশাক, একটি প্রাইভেটকার, একটি মটরসাইকেল ও হ্যান্ডকাপসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (১৮ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশের রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৬ এর খুলনা কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে জানানো হয়, ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত করে আসছিল বলে স্বীকার করেছে দুষ্কৃতকারীরা।
আটককৃতরা হলেন, মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)।
র্যাব-৬ এর অধিনায়ক লে.কর্নেল মোস্তাক আহমেদ প্রেস বিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামকস্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে উক্ত ৫ জনকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটর সাইকেলে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
আরও পড়ুন: জয়পুরহাটে ভুয়া এসআই উত্তম কুমার পুলিশের হাতে আটক
আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, একটি অকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কোটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি ও একটি পিস্তল বাধার চেইন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
/এনএএস



Leave a reply