টেস্ট দলের সাথে সাথে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৮ সদস্যের এই দলে নেই ভিরাট কোহলি ও ঋষভ পন্থ। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) এই দল ঘোষণা করে বিসিসিআই। ঋষভ পন্থ না থাকায় এই দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার জাসপ্রিত বুমরাহ।
বিসিসিআইয়ের ঘোষিত এই দলে নেই ওপেনার লোকেশ রাহুলও। পন্থের পরিবর্তে উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে সাঞ্জু স্যামসনকে। তাছাড়া দলে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। আইপিএল নিলামে দামের রেকর্ড গড়া আবেশ খানও আছেন ঘোষিত এই দলে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো ভারত, নেই পুজারা-রাহানে
ভারতীয় টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, দীপক হুদা, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব ও আবেশ খান।

