হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া উদযাপন করলেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার ঘরোয়া লিগে রিভার প্লেটের হয়ে পাট্রোনাটোর বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া এই আর্জেন্টাইন স্ট্রাইকার রিভার প্লেটে থাকবেন মৌসুম শেষ হওয়া পর্যন্ত। এই হ্যাটট্রিকের মাধ্যমে নিজের ক্লাব রিভার প্লেটকে আল্ভারেজ নিয়ে গেছেন সুবিধাজনক অবস্থানে। শীর্ষে থাকা আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রিভার প্লেটের ব্যবধান কমে এখন তিন পয়েন্টে এসে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: অবসর নিলেও কাতার বিশ্বকাপে যাচ্ছেন আগুয়েরো
আলভারেজকে দলে ভেড়াতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে চলছিল প্রতিযোগিতা। অবশেষে সেই লড়াইয়ে জয়ী হয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সাড়ে ১৮ মিলিয়ন ইউরোতে সিটিজেন ডেরায় নাম লেখান জুলিয়ান আলভারেজ।
আরও পড়ুন: হ্যালান্ডকে দলে ভেড়াতে চূড়ান্ত অফার দিচ্ছে রিয়াল মাদ্রিদ

