
সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সামনে একটা খারাপ সময় আসছে। একটি গোষ্টি দেশটাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ ওনাকে হেফাজত করেন। কোনো কারণে শেখ হাসিনার ওপর যদি আঘাত আসে তবে বাংলাদেশটা আফগানিস্তান বা সিরিয়ার চেয়ে খারাপ অবস্থার দিকে যাবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের গণগ্রান্থাগার মিলনায়তনে শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠা বাষির্কীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ অনেকে।
আরও পড়ুন: সরকারের এই চেয়ারে বসে মনে হয় এটা কবে বদলাবে: বাণিজ্যমন্ত্রী
শামীম ওসমান বলেন, ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে এবং রাজনীতি ও ষড়যন্ত্রসহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপুর্ণ। ১৬ জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহতের প্রসঙ্গ টেনে বলেন, আমি আদালতে যে স্বাক্ষী দিয়েছি কাগজে তা লিপিবদ্ধ নেই। অনেক কিছুই বদলে ফেলা হয়েছে। আমি জজ সাহেবকে বলেছি, এটা আমার স্বাক্ষী না। আমি যা বলেছি, তা নেই। কিন্তু এখনো বিচার পাইনি।
নারায়ণগঞ্জের কলঙ্ক পতিতালয় উচ্ছেদ করেছি, গোলাম আজমকে নিষিদ্ধ ঘোষনা করেছি এবং খালেদা জিয়ার লংমার্চ ঠেকিয়েছি এসব কারণেই আমাকে বারবার টার্গেট করা হয়েছে। আমাকে গডফাদার বানানো হয়েছে। আমরা মাঠের খেলোয়াড়, এভাবে টার্গেট করে আমাদের দমানো যাবে না।
শামীম ওসমান অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির ভবনের নির্মাণের টাকা আমি বরাদ্ধ এনেছি। ভবন নির্মাণে অনেক বাধা ছিল এসব দুর করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। কিন্তু আজ এসে দেখলাম নাম ফলক নেই। এভাবেই আমাদের মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি বলেছেন, দেখবেন।
/এনএএস



Leave a reply