Site icon Jamuna Television

গুলশান হেলথ ক্লাবে চলছে বর্ষবরণ

জরাজীর্ণতা কাটিয়ে নব উদ্যোমে নতুন বছর শুরু করার আহবান জানিয়েছেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। সকালে গুলশান হেলথ ক্লাব আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

নুরুল ইসলাম বলেন, বাঙালি ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে এমন আয়োজনের বিকল্প নেই। স্বাস্থ্য সুরক্ষার নিয়মিত শরীর চর্চা যেমন জরুরি, মানসিক বিকাশের জন্য প্রাকৃতিক পরিবেশও প্রয়োজন। সে লক্ষ্যেই গুলশান হেলথ ক্লাব একটি উন্নতমানের পার্ক সংস্কারের কাজ করছে। সংস্কার কাজে সহযোগিতার জন্য প্রয়াত মেয়র আনিসুল হকের কথা স্মরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান। ডিএনসিসির প্রয়াত মেয়রের আত্মার শান্তি কামনা করেন নুরুল ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নী, ঝিলিক বাবু, সাইদা তান্নিসহ দেশবরেণ্য শিল্পীরা।

Exit mobile version