Site icon Jamuna Television

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে ১৩

সোমালিয়ার হোটেলে জঙ্গিগোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শনিবারের (১৯ ফেব্রুয়ারি) সহিংসতায় আরও ১৮ জন গুরুতর আহত।

আলজাজিরার খবর বলছে, হামলার দায় স্বীকার করে নিয়েছে অঞ্চলটিতে সক্রিয় ‘আল-শাবাব’ গোষ্ঠী। স্থানীয় নির্বাচন চলাকালে বেলেডওয়েনে এলাকায় ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ। সেসময় হোটেলটি পূর্ণ ছিল স্থানীয় রাজনীতিক এবং তাদের দলীয় কর্মী-সমর্থকে।

বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন ছিলেন নির্বাচনের প্রার্থী, দুজন ডিস্ট্রিক্ট কমিশনার। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। এখনও প্রাণহানি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরের ১ তারিখে শুরু হওয়া পার্লামেন্টারি নির্বাচন ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। কিন্তু অভ্যন্তরীণ জটিলতায় সেই তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version