Site icon Jamuna Television

‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার’

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে, অনলাইনে গুজব প্রতিরোধেও বিশেষ নজরদারি রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে চেকপোস্ট বসানো হয়েছে। তল্লাশি চলছে ডগ স্কোয়াড দিয়ে।

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ইনটেলিজেন্স উইংয়ের আভিযানিক দল জাতীয় শহীদ মিনারে প্রস্তুত থাকবে। যে কোনো পরিস্থিতিতে সরাসরি কন্ট্রোলরুমে কল দেয়ার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশ নেয়ার আহ্বান জানান র‍্যাব মহাপরিচালক।

আরও পড়ুন: একুশে পদক পেলেন ২৪ বিশিষ্টজন

Exit mobile version