Site icon Jamuna Television

ব্রাজিলে ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৪৬

ছবি: সংগৃহীত

ব্রাজিলের পেত্রোপলিস শহরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জন। ৪ দিনব্যাপী চলা উদ্ধার অভিযানে এখনও নিখোঁজ ১৯১ জন। বিবিসির খবর।

নিহতদের মধ্যে রয়েছে ২৭ শিশু ও কিশোর। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। তবে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দফায় দফায় বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয় উদ্ধারকাজ। ভূমিধস প্রবণ এলাকা হওয়ায় উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতির বদলে কোদাল, বেলচা ব্যবহার করে কাজ করছে উদ্ধারকর্মীরা। রোববার (২০ ফেব্রুয়ারি) থেকে অভিযানে যোগ দেবেন আরও চারশ স্বেচ্ছাসেবী।

কাদামাটির পুরু আস্তরণে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ বলে মনে করছে উদ্ধারকর্মীরা। এদিকে, স্থানীয় স্কুল ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে ৯ শতাধিক বাসিন্দা। সরকারি হিসাব মতে, বিধ্বংসী ভূমিধসে ভেঙে পড়েছে ৮০টি বাড়ি।

Exit mobile version