রাজধানীর যাত্রাবাড়ী সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। সায়েদাবাদ ফ্লাইওভার ব্রিজের ঢালে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। নিহত মোশারফের বাড়ি গোপালগঞ্জ মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে।
/এডব্লিউ
Leave a reply