Site icon Jamuna Television

ইরানের সাথে আবারও আলোচনা চায় সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। সংগৃহীত ছবি

সম্পর্ক স্বাভাবিক করতে ইরানের সাথে আবারও আলোচনায় বসতে চায় সৌদি আরব। পরমাণু শান্তি আলোচনা, অর্থনীতি এবং অন্যান্য ইস্যুতেও কথা বলতে আগ্রহী দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদসংস্থা রেডিও ফ্রি ইউরোপের খবর।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের সাথে আলোচনায় বসার আগ্রহের কথা জানান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। দুই দেশের মধ্যে সর্বশেষ ২০২১ সালে চতুর্থ দফা বৈঠক হয় ইরাকে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান যদি দ্রুত পরমাণু চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দেয় সেটাই হবে আলোচনায় বসার প্রথম ধাপ। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল, ড্রোনসহ অত্যাধুনিক সব অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানায় সৌদি আরব।

Exit mobile version