Site icon Jamuna Television

কাল থেকে সব ম্যাসেজ বাংলায় পাঠাবে মোবাইল অপারেটররা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর থেকে গ্রাহকদের কাছে সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, আগামীকাল থেকে মোবাইল অপারেটর হতে গ্রাহকদের জন্য সব ধরনের এস‌এম‌এস ও নোটিফিকেশন বাংলায় প্রেরণ করতে হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের সব ধরনের এসএমএস বাংলায় পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এরা আগেও বিটিআরসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সবধরনের গ্রাহকের কাছে মোবাইল অপারেটরের এসএমএস ও নোটিফিকেশন সহজবোধ্য করতেই এই উদ্যোগ নিয়েছে তারা।

/এডব্লিউ

Exit mobile version