Site icon Jamuna Television

প্ল্যান মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যমুনার সাজ্জাদ পারভেজ

প্ল্যান ইন্টারন্যাশনালের মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করছেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার সাজ্জাদ পারভেজ।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ পারভেজ।

জাতীয় প্রেসক্লাবে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ পুরস্কার তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার বাল্য বিবাহ রোধ করতে বেসরকারি এনজিওগুলোর সাথে কাজ করছে। তাই এখন কুড়িগ্রামের মতো অনেক জেলা বাল্য বিবাহ মুক্ত হয়েছে। বাল্য বিবাহ নিয়ে সামাজিকভাবে আন্দোলন শুরু হয়েছে। এ জন্য মিডিয়ার ভূমিকা সবচাইতে বেশি বলে মনে করেন তিনি।

বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে ৩৬০ ডিগ্রিতে অনুসন্ধানী রিপোর্ট করায় যমুনা টেলিভিশনকে এ পুরস্কার দেয়া হয়েছে। একই সাথে, বিভিন্ন গণমাধ্যমের আরও আটজন সাংবাদিক মিডিয়া অ্যাওয়ার্ড পান। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন বক্তব্য রাখেন।

Exit mobile version