স্ত্রী-সন্তানের অবহেলায় বৃদ্ধের ঠাঁয় ঝুপড়ি ঘরে, সাহায্যের আশ্বাস প্রশাসনের

|

স্ত্রী-সন্তান কেউ খোঁজ রাখে না, থাকেন অন্যত্র। সম্পত্তিও নেই। একাকী অসহায় জীবন মুন্সিগঞ্জের বৃদ্ধ ওমর আলীর। ৫ বছর ধরে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। অবশ্য প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছে।

শ্রীনগরের দক্ষিণ কামারগাঁও এলাকার বৃদ্ধ ওমর আলী। প্রথম পক্ষের স্ত্রী মারা গেছেন। সে ঘরে আছে এক ছেলে। তাকে সম্পত্তি বিক্রি করে বিদেশ পাঠিয়েছেন বাবা। দ্বিতীয় স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন অন্যত্র। তাই হতভাগা মানুষটির খোঁজ রাখার কেউ নেই এখন। হয়ে পড়েছেন নিঃস্ব-অসহায়।

এরইমধ্যে শ্রবণশক্তি হারিয়েছেন। কথাও বলতে পারেন না ভালোভাবে। ঝড়-বৃষ্টি-শীত উপেক্ষা করেই ঝুপড়ি ঘরে কাটছে একাকী দিন। মাঝে মধ্যে সহযোগিতার হাত বাড়ান কেউ কেউ। ওমর আলীর দুর্বিষহ জীবনের কথা জানা আছে প্রশাসনের। তার বাসস্থানের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। জীবনের সায়াহ্নে ওমর আলী। সবার আগে পরিবার-পরিজনকেই পাশে চান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply