Site icon Jamuna Television

ব্রাজিলের পণ্য ওয়েস্ট্রক-হাইপারফর্ম বাজারজাতকরণ করলো ব্যাংকোর

ব্রাজিলের খ্যাতনামা পণ্য ওয়েস্ট্রক-হাইপারফর্ম বাজারজাতকরণ করলো ব্যাংকোর।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে এক হোটেলে বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সভাপতিত্ব করেন মো. এশারত হোসেন (প্রেসিডেন্ট, ব্যাংকোর)। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজরা ডি অলিভেরা জুনিয়র, মোহাম্মদ হাতেম (নির্বাহী সভাপতি, বিকেএমইএ), আলেসান্দ্রো ডি ফিলিপো (ভাইস প্রেসিডেন্ট, ল্যাটিন আমেরিকা, গ্লোবাল পেপারবোর্ড, ওয়েস্ট্রক ব্রাজিল), সেজে ওওই (আঞ্চলিক বিক্রয় ও ব্যবসা উন্নয়ন পরিচালক, গ্রেটার এসইএ/এসএ) এবং মোহাম্মদ আইয়ুব (উপদেষ্টা, ব্যাংকোর গ্রুপ)।

Exit mobile version