Site icon Jamuna Television

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত সরকারের

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় রয়েছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে।

তিনি জানান, সাংবিধানিক পদে আসীন ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবেশ, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালে হাইকোর্ট রায় দিয়েছিল, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।

Exit mobile version