Site icon Jamuna Television

চলন্ত ট্রেনে পাথর ছোড়ায় আহত রাবি শিক্ষার্থী, প্রতিবাদে সহপাঠী-শিক্ষকদের মানববন্ধন

আহত রাবি শিক্ষার্থী আজিজ।

রাজশাহী ব্যুরো:

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এম এ আজিজ। তিনি রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে তার সহপাঠী ও শিক্ষকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের দাবি জানান। পাশাপাশি ট্রেনে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা ও রেলওয়ে আইন বাস্তবায়নের দাবিও তোলেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় মহানন্দা এক্সপ্রেসে আব্দুলপুর থেকে রাজশাহী আসার সময় আড়ানী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পাথরে চোখে আঘাতপ্রাপ্ত হন আজিজ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এসজেড/

Exit mobile version