Site icon Jamuna Television

৭ মাস পর অনুশীলনে বাংলাদেশ ওয়ানডে দল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের জন্য দীর্ঘ ৭ মাস পর অনুশীলন করেছে বাংলাদেশ ওয়ানডে দল। বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’র অধীনে অনুশীলন করেছে আফগানিস্তানও। চট্টগ্রামে আজ (২০ ফেব্রুয়ারি) কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন করেছে তামিমরা।

বাংলাদেশের অনুশীলনে ছিলেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ছিলেন না করোনা আক্রান্ত ব্যাটিং কোচ জেমি সিডন্স। সিরিজ শুরুর আগে দলের সাথে তার যুক্ত হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।

অন্যদিকে, সিলেটে আগেই ক্যাম্প করা আফগানিস্তান দল আজ অনুশীলন শুরু করেছে চট্টগ্রামে। আজই দলের সাথে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল। বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের হেড কোচ ল্যান্স ক্লুজনার সরে দাঁড়িয়েছিলেন। এরপর বাংলাদেশের সাবেক এই কোচকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানরা।

এখনও দলের সাথে যোগ দেননি আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য মোহাম্মদ নবি ও রশিদ খান। আগামী সোমবার আসার কথা রয়েছে এই দুই ক্রিকেটারের।

আরও পড়ুন: তরুণ ক্রিকেটাররা চাপ নিতে শিখবে কবে, ক্ষেপেছেন সুজন

Exit mobile version