Site icon Jamuna Television

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণে তিন ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ভালুকার সিডস্টোর নামক স্থানে সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছে তিন ভাই-বোন। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বড়বোন খাদিজা (৫), ছোট বোন রাদিয়া (২), ছোট ভাই রায়হান (৩)।

পুলিশ জানায়, নিহতের বাবা-মা গার্মেন্টস কর্মী। সন্ধ্যার পর তিন শিশুকে বাড়িতে রেখে বাইরে থেকে তালা দিয়ে বের হয়েছিলেন। রাত সাড়ে নয়টার দিকে হঠাৎই ঘরে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আল মামুন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত শিশুদের বাবা সুমন, রুবেলের বাসায় ভাড়া থাকতেন। ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া হাত পা উদ্বার করা হয়েছে বলেও জানান তিনি।

/এনএএস

Exit mobile version