Site icon Jamuna Television

লম্বা চুল, দাড়িতে অনবদ্য কিং খান!

ছবি: সংগৃহীত

কৈশোর থেকে সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী হোক কিংবা চল্লিশ বছরের নারী এখনও তার নাম শুনলেই মুগ্ধ হন সকলেই। কথা হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে। তারই একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বছর পঞ্চান্নর কিং খানের ছবি ঝড় তুলেছে ভারচুয়াল দুনিয়ায়।

ছবিতে দেখা যাচ্ছে শাহরুখের লম্বা চুল। কাঁচা পাকা দাড়ি ঢেকেছে গোটা মুখ। পরনে কালো রংয়ের টাক্সিডো। ছবি দেখে প্রায় সকলেই মুগ্ধ। শাহরুখের নতুন লুক দেখে নতুন করে প্রেমে পড়েছেন অনুরাগীরা। বয়স যে শুধুমাত্র সংখ্যা ছাড়া কিছুই নয়, এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

আবার অনেকেই মনে করেছেন এটি শাহরুখের কোনো ছবির নতুন লুক। এই অবতারে হয়তো ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে কিং খানকে। এ ছবি আদৌ সত্যি তো? প্রযুক্তির যুগে এই সন্দেহও প্রকাশ করেছিলেন কেউ কেউ।

অনুরাগীদের সন্দেহই যেনো সত্যি হলো। কারণ শাহরুখের এই ছবি যে সত্যি নয়। চলুন জেনে নেয়া যাক আসল সত্যটা।

২০১৭ সালে ডাব্বু রত্নানির একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন বাদশাহ। সেটির লুককেই ফটোশপ করে নতুন এই ছবিটি তৈরি করা হয়েছে। কোনো এক অনুরাগী এই কাজটি করেছেন। আর সেই ছবিটি সোশ্যাল মিডিয়ার দৌলতে হু হু করে ভাইরাল হয়ে যায়। যা দেখে তাজ্জব হয়েছেন অনুরাগীরা।

ডাব্বু রত্নানি নিজেও এদিন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবি টুইট করে তিনি লেখেন, নকলের তুলনায় আসল সবসময় অনেক বেশি মূল্যবান।

ইউএইচ/

Exit mobile version