Site icon Jamuna Television

অপারেশন ‘জেড’: ইউক্রেন সীমান্তে এগোচ্ছে রাশিয়ান ট্যাঙ্ক বহর

ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তের দিকে এগোচ্ছে রাশিয়ান ট্যাঙ্ক বহর। ইংরেজি অক্ষর ‘জেড’ আকারে বেশকিছু অঞ্চল চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ‘জেড’ চিহ্নগুলি আসন্ন আক্রমণকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নির্দিষ্ট ভূমিকার জন্য বরাদ্দ করা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় বন্দুক, জ্বালানি ট্রাক এবং সরবরাহ যানবাহনে এ চিহ্ন দেখা গেছে।

স্বাধীনভাবে সামরিক গতিবিধি পর্যবেক্ষণকারী রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল হান্টারস নোটস জানায়, ‘জেড’ অঙ্কিত ২শ’র বেশি সামরিক যান কারস্কের কাছে এবং ইউক্রেন সীমান্তে বেলগ্রেডের শেবেকিনো অঞ্চলে দেখা গেছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে পূর্ব ইউক্রেন বিস্ফোরণে কেঁপে উঠলে, ন্যাটো প্রধান সতর্ক করে বলেন, রাশিয়া থেকে আগত সংকেতগুলি ইঙ্গিত দেয় তারা ‘পূর্ণ আক্রমণের’ জন্য প্রস্তুত। ব্রিটিশ এবং মার্কিন গোয়েন্দারা বলছে, পুতিন ইতোমধ্যেই তার আক্রমণ পরিকল্পনাকে ট্রিগার করার জন্য একটি ‘গো’ আদেশ জারি করেছে। 

/এনএএস

Exit mobile version