Site icon Jamuna Television

শিশু রায়ানের কবরের পাশ থেকে সরছে না তার কুকুরটি

ছবি: সংগৃহীত

কিছুদিন আগে সমগ্র বিশ্বের চোখ ছিল মরক্কোয় কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানের দিকে। সময়ের সাথে সাথে অনেকেই ভুলতে বসেছে শিশুটিকে। কিন্তু প্রভুভক্ত কুকুর সহজে ভুলতে পারছে না তার খেলার সঙ্গী শিশু রায়ানকে। নিহত শিশু রায়ানের কবরের পাশে একটি কালো রঙের কুকুর দুই সপ্তাহ ধরে বসে আছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রায়ানকে কবর দিতে যখন নিয়ে আসা হচ্ছিল তখন সেই শবযাত্রার সাথে কুকুরটিও সেখানে আসে। সবাই চলে গেলেও বাসায় ফিরে যায়নি রায়ানের খেলার সঙ্গী ওই কুকুরটি। কবরের পাশেই প্রিয় মনিবের জন্য মন খারাপ করে বসে আছে কুকুরটি।

আরও পড়ুন: সকল চেষ্টার পরেও বাঁচানো গেলো না কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়ানকে

শিশু রায়ানের জন্য গোটা মরক্কোর মানুষ কেঁদেছিলেন। কুকুরও তার সেই মনিবের জন্য শোক কাটিয়ে উঠতে পারছে না।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বাবার সাথে কাজ করতে গিয়ে কুয়ায় পড়ে যায় ৫ বছরের শিশু রায়ান। টানা পাঁচদিন উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো যায়নি শিশু রায়ানকে। ৫দিন পর তার নিথর দেহ কূপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার অভিযানের ভিডিও পোস্ট করা হয়।

/এনএএস

Exit mobile version