Site icon Jamuna Television

ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগের আহ্বান পুতিনের

ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ ত্বরান্বিত করা প্রয়োজন। গার্ডিয়ানের খবর বলছে, রোববার (২০ ফেব্রুয়ারি) ফরাসি প্রেসিডেন্টের সাথে ফোনালাপের পর এ মন্তব্য করেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। তার অভিযোগ, প্রতিবেশী রাষ্ট্রে অত্যাধুনিক সমরাস্ত্র-গোলাবারুদ পাঠিয়ে সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে ন্যাটো। ক্রেমলিন নিশ্চিত করে, ইমান্যুয়েল ম্যাকরন মস্কো সফরের দুই সপ্তাহ পর দুই নেতার মধ্যে হলো এই সংলাপ।

বিবৃতিতে আরও জানানো হয়, বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণ থামাতে সামরিক নয় বরং কূটনৈতিক উদ্যোগের ওপরই জোর দিয়েছেন পুতিন। এর মাধ্যমে রুশ প্রেসিডেন্টের যুদ্ধ-সংঘাত এড়ানোর মানসিকতা স্পষ্ট হলো।

অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের অভিযোগ, মহড়ার অজুহাতে বেলারুশ সীমান্তে নতুনভাবে ৩০ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে রাশিয়া। যাতে আগ্রাসনের সম্ভাবনা আরও বাড়লো।

/এডব্লিউ

Exit mobile version