Site icon Jamuna Television

নাইজেরিয়া সেনাবাহিনীর অভিযানে নিহত নাইজারের ৭ শিশু

নাইজেরিয়া সেনাবাহিনীর চালানো বিমান অভিযানে প্রতিবেশী দেশ নাইজারে প্রাণ গেলো কমপক্ষে ৭ শিশুর। বিবিসির খবর বলছে, রোববারের (২০ ডিসেম্বর) এ হামলায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন।

দেশটির মারাদি অঞ্চলে চালানো হয়েছে হামলাটি। সেখানকার গর্ভনর জানান, ঘটনাস্থলেই প্রাণ হারায় ৪ শিশু। বাকিরা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সীমান্তবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল ভুক্তভোগী পরিবারগুলো।

নাইজেরিয়ার তরফ থেকে কোনো বিবৃতি না এলেও ধারণা করা হচ্ছে ডাকাতরা ছিল হামলার মূল লক্ষ্যবস্তু। প্রতিবেশী দুই দেশ যৌথভাবে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালায় অঞ্চলটিতে। ২০১৮ সাল থেকে চরমপন্থীদের অনুপ্রবেশ ঠেকাতে দিচ্ছে নিয়মিত টহলও। মাত্র তিন মাস আগেই অঞ্চলটির একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ২৬ শিশু।

/এডব্লিউ

Exit mobile version